পপুলার২৪নিউজ ডেস্ক:
নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিখটার স্কেলে এ ভূকম্পনের মাত্রা ছিল ৫.৪।
এর ফলে ভূমিধসের সৃষ্ট হয়েছে। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কাইকুরা শহরের কাছে এই ভূমিকম্প আঘাত আনে। এর গভীরতা ছিলো ১৩ কিলোমিটার। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। নিউজিল্যান্ডের সিভিল ডিফেন্স এন্ড এমারজেন্সি ম্যানেজমেন্ট থেকে এক টুইটে বলা হয়, একটি ভূমিকম্প হয়েছে। আশা করি সবাই সুস্থ আছেন।
রস জেমস নামে এক হোটেল ম্যানেজার বলেন, এটা অনেক বড় ভূমিকম্প ছিলো। এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়।
গত বছর ৭ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে ২ জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন ৫৭ জন।