জাপানে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় আজ রবিবার সকাল ৭টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়।
চলবে রাত ৮টা পর্যন্ত। রাতেই ফল পাওয়া যাবে বলে জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস।উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে প্রধানমন্ত্রী শিনজো আবে তার জনপ্রিয়তা যাচাইয়ে এ নির্বাচনের ডাক দেন। প্রাক-নির্বাচন জরিপের ফল বলছে, নির্বাচনে শিনজো আবেই জয়লাভ করতে যাচ্ছেন।
আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী শিনজো আবে গত সেপ্টেম্বরে আকস্মিক এ নির্বাচনের ঘোষণা দেন।
নির্ধারিত সময়ের ১৪ মাস আগেই নির্বাচন ডাকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী আবে বলেছেন, জনতার রায় নিয়েই তাঁর দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) উত্তর কোরিয়ার সঙ্গে ‘জাতীয় সংকট’ এবং জাতীয় বিভিন্ন বিষয়ের সমাধান করতে চায়।
উল্লেখ্য, ২০১২ সালে সাধারণ নির্বাচনে জয়লাভের পর এ নিয়ে দুই দফায় আগাম নির্বাচন ডাকলেন আবে। এর আগে ২০১৪ সালেও আগাম নির্বাচন ডাকেন তিনি।