হাওরের ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলাধুলা-সংস্কৃতি উৎসবে ভাটা

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ::

সুনামগঞ্জে আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্ত হাওর এলাকা পানিতে নিমজ্জিত থাকে। মাঠ-ঘাট ডুবে যায় জলে। চারি দিকে পানি আর পানি। কর্মজীবীসহ অধিকাংশ শ্রেণিপেশার মানুষ অলস বসে থাকে। নিস্তরঙ্গ জীবনে আমোদ-ফূর্তিতে মেতে ওঠাটা তাদের কাছে ঐতিহ্যে পরিণত হয়েছে। এ সময় হাওরের গ্রামে গ্রামে নানা খেলাধুলার আয়োজন করা হয়। এবছর হাওরে ফসল হারানোর প্রভাব পড়েছে স্থানীয় ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলাধুলা ও সাংস্কৃতিক উৎসবে।
বিশেষ করে বোরো ফসল তোলার পর আষাঢ় থেকে কার্তিক পর্যন্ত হাওরাঞ্চলের সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, তাহিরপুর উপজেলায় সবচেয়ে বেশি কুস্তি খেলা অনুষ্ঠিত হতো। জগন্নাথপুর, ছাতক, শাল্লা, দিরাই ও জামালগঞ্জে জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত হলেও এবার ৩/৪টি স্থানে নীরবে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শাল্লা উপজেলার বিভিন্ন গ্রামে ঢপযাত্রা অনুষ্ঠিত হলেও এবার কোথাও এ বিরল ঢপযাত্রা হয়নি। হাওরের বিভিন্ন গ্রামে রাতভর লোকায়ত কিচ্ছার আসর ও হাডুডুর ধুম পড়লেও এখন পর্যন্ত কোনো গ্রামে এ অনুষ্ঠান হয়নি। ফসলহারা কৃষকের ভাঁড়ার শূন্য থাকায় তাদের বিবর্ণ মনে আনন্দের রং নেই মানুষের। একমাত্র ফসল তলিয়ে যাওয়ায় এখন নিয়মিত খাবারের জন্য তারা হিমশিম খাচ্ছে। মানুষ এলাকা ছেড়ে এখন বিভিন্ন স্থানে ভাসমান শ্রমিকের কাজ করছে। তাই ভাঢা পড়েছে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সংস্কৃতিচর্চায়ও।
সংস্কৃতিকর্মীরা জানান, শুধু খেলাধুলাই নয়, হাওরের বিভিন্ন গ্রামে ফসল তোলার পর নতুন ফসল লাগানোর আগ পর্যন্ত ঢপযাত্রা, রাতভর লোকায়ত কিচ্ছাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসত। আসরে স্থানীয় শিল্পীরা রংচঙে পোশাক পরে মধ্যযুগের প্রণয়াখ্যান নিয়ে রচিত কেচ্ছা পরিবেশন করতেন। আনন্দে মাতোয়ারা হতেন গ্রামের সাধারণ কৃষক। এবার ফসল হারানোর কষ্টে সব উৎসব রং হারিয়েছে। সদরের বাণীপুর গ্রামের কুস্তিগির শহিদ মিয়া বলেন, হাওরের ধান তুলার পর কুস্তি খেলার আয়োজন হতো। এবার ফসল হারিয়ে মানুষ বাঁচার লড়াইয়ে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম বলেন, হাওরের মানুষের ঘরে ভাত নেই, আনন্দও নেই। ফসল হারিয়ে তারা জীবনের ছন্দও হারিয়েছেন।
কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে, সুনামগঞ্জে ১৫৪ হাওরে এবার ১ লাখ ৬১ হাজার ৬১২ হেক্টর জমির ধান চৈত্র মাসে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা তিন লাখ ২৫ হাজারের বেশি। বেসরকারি হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক -এর পর্ষদীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধকোটালীপাড়ায় ট্যাব বিতরণ