পপুলার২৪নিউজ ডেস্ক :
দেশের প্রথম আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল সংস্কারজনিত কারণে (এসইএ-এমই-ডব্লিউই-৪) ২২ অক্টোবর থেকে তিনদিন বন্ধ থাকবে। এই তিনদিনে সদ্য উন্মোচিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে বিকল্প ইন্টারনেট সেবা প্রদান করা হবে বলে জানিয়েছে সরকার।
এর ফলে সারা দেশে ব্রডব্যান্ড সার্ভিস বিপর্যস্ত হতে পারে। দেশে ইন্টারনেট ঘাটতির পরিমাণ মোট চাহিদার থেকে প্রতি সেকেন্ডে ৫০ গিগাবিট কম পড়ে যেতে পারে।
এ ব্যাপারে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনোওয়ার হোসেন জানান, সাবমেরিন ক্যাবল মেরামত এবং সংস্কার একটি স্বাভাবিক প্রক্রিয়া। ক্যাবলটি মেরামত করার একখনই উপযুক্ত সময়। দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে ১০০ জিবিপিএস ব্যান্ডউইথ সক্ষমতা রয়েছে এবং এটি খুব শিগগির ২০০ জিবিপিএসে উন্নীত করা হবে।