পপুলার২৪নিউজ ডেস্ক:
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি শহরের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর এএফপির।
মঙ্গলবার পাখতিয়া প্রদেশের রাজধানী গার্দিজের কেন্দ্রে এ ঘটনা ঘটে। হামলার পর তালেবানরা এক টুইটে এ হামলার দায় স্বীকার করেছে।
পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি পাকিস্তানের সীমান্তঘেঁষা এলাকায় অবস্থিত।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে বলা হয়, একটি বিস্ফোরক ভর্তি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। এর মাধ্যমে বন্দুকধারীদের হামলার সুযোগ তৈরি করা হয়।
পাখতিয়া প্রদেশের কাউন্সিল মেম্বার আল্ লাহ মীর বাহরাম এএফপিকে জানান, বন্দুকধারীদের একটি দল কম্পাইন্ডের মধ্যে প্রবেশ করেছে। সেখানে গোলাগুলি এখনো চলছে বলে জানান।
এ হামলাটি আফগানিস্তানে বিরোধীদের চালানো সর্বশেষ হামলা।