পপুলার২৪নিউজ ডেস্ক :
ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
স্কটল্যান্ডের উপকূল থেকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী স্ট্যান্ডার্ড মিসাইল বা এসএম-৬ নিক্ষেপের মাধ্যমে এ পরীক্ষা চালানো হয়।
মার্কিন ষষ্ঠ নৌবহরের এক বিবৃতিতে এ উৎক্ষেপণকে সফল বলে দাবি করা হয়েছে।
স্কটল্যান্ডের ওয়েস্টার্ন আইলসে যখন সামরিক মহড়া ‘ফরমিয়েডেবল শিল্ড’ চলাকলীন এ পরীক্ষাটি চালানো হলো। তবে বিবৃতিতে বলা হয়েছে, এটি চলমান মহড়ার অংশ নয়।
মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ম্যাকফাউল বা ডিডি৭৪ থেকে এ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা এসএম-৬ প্রচণ্ড গতিতে ছুটে গিয়ে উচ্চ আকাশেই লক্ষ্যবস্তুটি ধ্বংস করে দেয়। বিমান এবং স্থল -উভয় যুদ্ধে এটি ব্যবহার করা যায়।
ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পরমাণু এবং ক্ষেপণাস্ত্র হুমকির বিপরীতে হয়তো এটি ব্যবহার করা হবে।