বেনাপোলে ভারতীয় শাড়ি ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বেনাপোলের সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কোনো চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি।

গতকাল রবিবার রাতে এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব জানান, গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোলের সীমান্তবর্তী সাদীপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় শাড়ি, ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করে। যার মূল্য ২০ লাখ টাকা।

বিজিবি জানায়, আটক মালামাল বেনাপোল কাস্টমস গোডাউনে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

 

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশকালে ১০ নারী-পুরুষ আটক
পরবর্তী নিবন্ধফুটবলার ধোনির জোড়া গোল!