নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ৫০ জেলের কারাদণ্ড

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে পদ্মা নদীর মুন্সীগঞ্জের লৌহজং অংশ থেকে ৫০ জেলেকে আটকের পর ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ৪৫০ কেজি (১১.২৫ মণ) মা ইলিশ এবং ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

রবিবার দিবাগত রাত ১০টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত চলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড দেওয়া হয়। এসময় লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মোল্লা, মৎস্য অফিসের অফিস সহকারী সেলিম ইসলামসহ কোস্টগার্ড, নৌ-পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান ৫০ জেলেকে কারাদণ্ড দেওয়ার কথা নিশ্চিত করে বলেন, ১০ ঘণ্টার ৪৫০ কেজি (১১.২৫ মণ) মা ইলিশ এবং ২ লাখ মিটার কারেন্ট জালও জব্দ করা হয়।

প্রসঙ্গত, ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম। এসময়ে নদীতে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

 

পূর্ববর্তী নিবন্ধমুগদায় খালে পড়ে শিশু নিখোঁজ, উদ্ধারচেষ্টা চলছে
পরবর্তী নিবন্ধবল হাতে ব্যর্থ হয়েছি আমরা: মাশরাফি