বাংলাদেশ সারা বিশ্বে শান্তির রোল মডেল : স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন,  বাংলাদেশ সারা বিশ্বে শান্তির রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে।

তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির দক্ষ ও চৌকস কর্মকর্তা দিয়ে স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে। তারা কূটনৈতিক ব্যক্তির নিরাপত্তাসহ নানা দায়িত্ব পালন করছে।

রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও ভিডিপির নবনিযুক্ত ৩৪তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

প্রশিক্ষণার্থীদের পুরস্কার বিতরণ শেষে মন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে প্রশিক্ষলব্ধ জ্ঞান কাজে লাগাবে। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে দেশ এবং জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার জন্য প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের আহ্বান জানান।

নবনিযুক্ত ৩৪তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের ১৫ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ ও মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

মন্ত্রী ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ নুরুল আলম, উপমহাপরিচালক(প্রশাসন) কর্নেল মহিউদ্দীন জাবেদ, উপ-মহাপরিচালক(প্রশিক্ষণ) একেএম মিজানুর রহমান, উপ-মহাপরিচালক(অপারেশন) দিলীপ কুমার বিশ্বাস ও ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট (একাডেমি) সাইফুদ্দিন মোহাম্মদ খালেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধটসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ,খেলছেন না তামিম
পরবর্তী নিবন্ধছাতকে দু’প্রবাসীর পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ