পপুলার২৪নিউজ প্রতিবেদক :
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে নির্ধারিত ৩০ দিনের মধ্যেই আবেদন করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইন মন্ত্রী আরও জানান, আইনমন্ত্রী জানান, দুই দিন আগে পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি পেয়েছেন রাষ্ট্রপক্ষ। সে হিসেবে দুই দিন চলে গেছে, আরো ২৮ দিন সময় হাতে আছে। এর মধ্যেই রিভিউয়ের আবেদন জানাব। ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি বেশ বড়। তাই যদি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জানাতে না পারি, তবে নিয়ম অনুসারে সময়ের আবেদন জানানো হবে।
এদিকে অসুস্থতা জনিত কারণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শুক্রবার (১৩ অক্টোবর) চারটি দেশে ভ্রমণে যাচ্ছেন, ১০ নভেম্বর পর্যন্ত তিনি দেশের বাইরে থাকবেন বলেও জানান আইনমন্ত্রী।