পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে এক কলেজছাত্রীকে হত্যার দায়ে মেহেদী হাসান নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং পরিশোধ না করলে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান কামাল।
মামলার বিবরণে জানা যায়, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের আবুল কালামের মেয়ে বরিশাল বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী শারমিন আক্তারকে বিয়ের প্রস্তাব দেন প্রতিবেশী আবদুল খালেক মিয়ার ছেলে মেহেদী হাসান। শারমিনের পরিবার বিষয়টি জানতে পেরে অন্যত্র তার বিয়ে ঠিক করেন। এতে ক্ষিপ্ত হয়ে মেহেদী ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে বসতঘরের পাশেই চাকু দিয়ে কুপিয়ে শারমিনকে হত্যা করেন।
এ ঘটনায় পরের দিন নিহত শারমিনের বাবা আবুল কালাম বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন। থানার তৎকালীন এসআই আবুল কালাম আজাদ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আবদুর রশীদ সিকদার।