পপুলার২৪নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৬৩ রান।
বৃহস্পতিবার ব্লুমফন্টেইনে টসে জয়লাভ করেন টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
ব্যাট করতে নেমে ফ্রিলিংকের বলে সিবোটোর হাতে ধরা পড়েন সৌম্য। তিনি মাত্র ৩ রান করেন।
এরপর দ্রুতই ফিরে যান আরেক ওপেনার ইমরুল কায়েস। ফ্রিলিংকের দ্বিতীয় শিকার হন ইমরুল। কায়েস মাত্র ২৭ রান করেন।
ব্যাট হাতে ব্যর্থ হন লিটন কুমার দাস। লিটন ৮ রান করে সিবোটের বলে সাজঘরে ফেরেন।
লিটনের বিদায়ের পর ফিরে যান মুশফিকুর রহিমও। ফাগিসোর বলে ব্যক্তিগত ২২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক।
এদিকে ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচে খেলছেন না ওপেনার তামিম ইকবাল।
সাদা পোশাকের ক্রিকেটে হতাশাজনক হারের পর এবার পরীক্ষা রঙিন পোশাকের ক্রিকেট।
১৫ অক্টোবর কিম্বার্লিতে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে টাইগাররা। ওই ম্যাচে তামিমের খেলার সম্ভাবনা রয়েছে। দেশসেরা এ ওপেনার প্রথম ম্যাচে খেলতে পারলেই পুরো শক্তির দল নিয়ে মাঠে নামতে পারবে টাইগাররা।
সর্বশেষ দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে ২-১-এ ওয়ানডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। এবারও দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।