সীতাকুণ্ডে ইস্পাত কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১১

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
সীতাকুণ্ডের ছোট কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানার তরল লোহার ট্যাংক বিস্ফোরণে ১১ কর্মী অগ্নিদগ্ধ হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জেলা পুলিশের মেডিক্যাল টিম-১ এর এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় ১১ জনকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, অগ্নিদগ্ধদের মধ্যে আছেন সীতাকুণ্ডের বাদশা মিয়ার ছেলে সোলায়মান (২৮), দিনাজপুরের মতিউর রহমানের ছেলে মিনহাজুল ইসলাম (২৮), আবদুল হকের ছেলে শাহ আলম (৩২), নোয়াখালীর আবদুর রবের ছেলে আনোয়ার হোসেন (৩০), দিনাজপুরের আনছার আলীর ছেলে মিজানুর রহমান (২৭), সীতাকুণ্ডের তাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (২৭), আতাউল হকের ছেলে আলাউদ্দিন (২৮), লালমনির হাটের আজিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (২৫) প্রমুখ।

 

পূর্ববর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যেও নবাবের জয়জয়কার
পরবর্তী নিবন্ধধর্ষক রাম রহিমের আবেদন শুনতে রাজি হয়েছে আদালত