হেমানজিওমা রোগে আক্রান্ত ১১ বছরের শিশু মুক্তামনির ডান হাতের অস্ত্রোপচার চলছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পঞ্চম দফায় এ অস্ত্রোপচার শুরু হয়। এরআগে সকাল সাড়ে আটটায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ও মুক্তামনির মেডিকেল বোর্ডের সদস্য ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান। এরআগে রবিবার চতুর্থ দফার অস্ত্রোপচারে মুক্তামনির হাতটি নতুন চামড়া লাগানোর উপযোগী করা হয়েছে। এটি তার সুস্থ হওয়ার প্রথম ধাপ বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।
বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে মুক্তামনির বাবা ইব্রাহীম হোসেন জানান, চিকিৎসকরা মুক্তামনির দুই পা পরিষ্কার রাখতে বলেছেন। পা থেকে নতুন চামড়া সংগ্রহ করে মুক্তামনির হাতে লাগানো হবে। তিনি আরও জানান, চিকিৎসকদের নির্দেশনায় অস্ত্রোপচারের জন্য ৪ ব্যাগ রক্তও সংগ্রহ করে রাখা হয়েছে। এসময় ইব্রাহীম হোসেন মেয়ের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
গত ১২ আগস্ট প্রথম দফায় মুক্তামনির ডান হাত অক্ষত রেখেই দুই ঘণ্টার সফল অস্ত্রোপচার করা হয়।