পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মিয়ানমারকে যৌথ ওয়ার্কিং কমিটির যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেখানে তাদের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে। অং সান সু চি কমিটিতে তাদের সদস্যদের নাম দেওয়ার পরই বাংলাদেশও কমিটির কাজ শুরু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ সোমবার সকালে হোটেল সোনারগাঁয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি জানান, রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন বিজেপির সাধারণ সম্পাদক। বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও যৌথ নদী খননসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশ-ভারত এক সাথে কাজ করবে। সেসব বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সম্মানে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক প্রাতঃরাশে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও।