পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকের পর ফল ঘোষণার আন্দোলন স্থগিত করেছেন অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে বৈঠক শেষে তারা এ ঘোষণা দেন।
রোববার সকাল থেকে পরীক্ষার ফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত এলাকায় রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- এক হাজার ২০০ ছাত্রের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, চতুর্থ ও দ্বিতীয় বর্ষের ফল দ্রুত প্রকাশ, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ ও অধিভুক্ত সাত কলেজের জন্য স্বতন্ত্র ওয়েবসাইট খোলা।
উল্লেখ্য, ২০১১-১২ সেশনের অনার্স শেষ বর্ষের পরীক্ষা গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। কিন্তু ৯ মাস পেরিয়ে গেলেও এখনও পরীক্ষার ফল প্রকাশ হয়নি।