‘ঢাকা অ্যাটাক’ দেখে মুগ্ধ জুনাইদ পলক

পপুলার২৪নিউজ ডেস্ক:
‘ঢাকা অ্যাটাক’ যেন সবশ্রেণির সিনেমাপ্রেমীদের হলে টেনে নিয়ে যাচ্ছে। সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তা, প্রশাসনের মানুষজন, রাজনৈতিক নেতাকর্মী, মন্ত্রী কেউই বাদ যাচ্ছেন না। এবার এ তালিকায় যুক্ত হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নাম। তিনি শুধু সিনেমা দেখেছেন তাই নয়, ছবিটি দেখে মুগ্ধ হয়ে সবাইকে দেখার আহ্বান জানিয়েছেন।

সোশাল মিডিয়ায় পলক লিখেছেন, ‘ঢাকা অ্যাটাক’ অসাধারণ একটি চলচিত্র! প্রতিটি মুহূর্ত ছিল আকর্ষণীয়! গল্প, চরিত্র নির্বাচন, অভিনয়, সাউন্ড, প্রযুক্তির ব্যবহার, অ্যানিমেশন, সবই ছিল নিখুঁত! সবাইকে অনুরোধ করব একবার হলেও মুভিটি হলে গিয়ে দেখে আসুন। বিশেষ করে তরুণদের দেখার জন্য অনুরোধ রইল।

তিনি বলেন, আমাদের সামনে ৫২ বা ৭১ নেই, কিন্তু নিজেকে দেশের জন্য উৎসর্গ করার অনেক পথ আছে। দেশকে, দেশের মানুষকে নিরাপদ রাখার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কিভাবে একজন তরুণ পুলিশ অফিসার নিজের জীবন বাজি রেখে দেশের মানুষের নিরাপত্তা প্রদানের জন্য দায়িত্ব পালন করে সেই উপলব্ধি আমাদের সবার থাকা উচিত।

পলক যোগ করেন, ব্যক্তিগত বা পারিবারিক প্রেম-ভালোবাসার থেকে দেশপ্রেম যে সবার ওপর- সেই উপলব্ধি আমাদের সবার থাকা উচিত।

 

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজের তিন দিন পর নদীতে মিলল প্রবাসীর লাশ
পরবর্তী নিবন্ধআইসিডিডিআরবিতে গেলেন প্রধান বিচারপতি