রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে কড়া ভাষায় সতর্ক করল জাতিসংঘ

পপুলার২৪নিউজ ডেস্ক:
রোহিঙ্গা ইস্যুতে কড়া ভাষায় মিয়ানমার প্রশাসনকে সতর্ক করল জাতিসংঘ। সেদেশের রাখাইন রাজ্যের বাসিন্দাদের প্রতি দেশটির সরকার মানবিক নয় বলেই অভিযোগ জাতিসংঘের। প্রায় ৫ লাখের ওপর রোহিঙ্গা সেখান থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

ইউনাইটেড নেশনস হিউম্যানিটারিয়ান অফিসের প্রধান মার্ক লোকক সুইজারল্যান্ডের জেনেভায় এক বিবৃতিতে জানিয়েছেন, মিয়ানমারের উত্তর রাখাইনে তাঁদের প্রবেশের অনুমতি যেভাবে দেওয়া হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। সম্প্রতি জাতিসংঘের একটি দল রাখাইন প্রদেশ পরিদর্শন করে। সেখানকার অবস্থা অকল্পনীয় বলে বর্ণনা করেছে জাতিসংঘের ওই দলটি।

মানবিক সংকটজনক পরিস্থিতিতেই মানুষ মিয়ানমারের উত্তর রাখাইন ছেড়ে পালিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আগামী কয়েক দিনের মধ্যেই জাতিসংঘের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল মিয়ানমারে যাবে বলে জানিয়েছেন ইউনাইটেড নেশনস হিউম্যানিটেরিয়ান অফিসের প্রধান মার্ক লোকক। কোনও রকমের বাধা ছাড়াই জাতিসংঘের দলকে সেখানে ঢুকতে দেওয়ার আবেদন করেছেন তিনি মিয়ানমারের সরকারের কাছে।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আন্তর্জাতিক চাপ ও আলোচনার মাধ্যমে ধীরে ধীরে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব। শনিবার জাতিসংঘ সফর শেষ করে দেশে ফেরেন শেখ হাসিনা।

তিনি বলেন, বিপন্ন মানুষকে আশ্রয় দেওয়া যেকোনও মানুষের দায়িত্ব।

পূর্ববর্তী নিবন্ধমাহির ‘ঢাকা অ্যাটাক’ দেখতে সিনেমা হল ভাড়া করছেন অপু!
পরবর্তী নিবন্ধনিখোঁজের তিন দিন পর নদীতে মিলল প্রবাসীর লাশ