পপুলার২৪নিউজ প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি। তিনি মানবতার বাতিঘর। তার কাছে দেশের মানুষ ও অগ্রগতি সবার আগে। প্রধানমন্ত্রী গভীর কমিটমেন্ট নিয়ে কাজ করেন বলেই সফল।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পর শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মাসেতুর এতো বড় একটা উদ্বোধন হতে যাচ্ছে, আপনি থাকবেন না? এমন প্রশ্ন করা হলে তিনি নিজেই বলেন, আমার জন্য পদ্মাসেতুর কাজ এক মিনিটও আটকে থাকবে না। তার কাছে দেশের মানুষ ও অগ্রগতি সবার আগে। প্রধানমন্ত্রী সবসময় গভীর কমিটমেন্ট নিয়ে কাজ করেন।’
তিনি বলেন, ‘সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া সবখানে এখন তার প্রশংসা। কারণ প্রধানমন্ত্রীর কাছে দেশের মানুষ সবার আগে। বাইরে থেকে তিনি দেশের কাজই করেছেন। তবে সবসময়ই তিনি খোঁজ-খবর রেখেছেন।’
রোহিঙ্গা ইস্যু নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্যই এতগুলো মানুষ আশ্রয় পেল, নতুন জীবন পেল। তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। জাতিসংঘেও পাঁচ দফা দাবি তুলে ধরেছেন।’
সেতুমন্ত্রী বলেছেন, ‘তিনি আরও আগেই আসতেন। গলব্লাডারে অপারেশনের কারণে একটু বিলম্ব হয়েছে। দেশে ফিরে এসেছেন, আপনাকে অভিনন্দন।’
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান অবতরণ করে। এরপর ভিভিআইপি লাউঞ্জে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনার পর সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী।