টাঙ্গাইলের পুলিশ তাকে উদ্ধার না করে মেয়রের সাথে চা খাচ্ছিলো!, কারণ পুলিশের চাঁদাবাজি নিয়েও রিপোর্ট করেছিলেন আতিক!
বুধবার বেলা একটার সময় তাকে অবরুদ্ধ করে রাখা হয়। বাথরুমে ঢুকানোর আগে মেয়রের সহযোগীরা তাকে শারিরীকভাবে লাঞ্ছিতও করে। খবর পেয়ে ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক আতিককে উদ্ধার করেন।
নিন্দা ও ধিক্কার ওই অসৎ মেয়রের প্রতি। আতিককে হেনস্থার বিচার চাই। কেমন আছে ঘাটাইল পৌর এলাকা?
পৌর এলাকার বেশির ভাগ রাস্তাঘাট গুলো খানা খন্দে ভরপুর। রাস্তায় কোন বৈদ্যুতিক বাতি নেই। দোকান পাট বন্ধ হলে শহরের সমস্ত অংশ অন্ধকার হয়ে যায়। রাস্তার দুই পাশে ছোট খাট দোকান পাটসহ নির্মাণ সামগ্রী রেখে পথাচারীদের চলাচল অসুবিধা হচ্ছে। পরিকল্পিতভাবে কাচা বাজার গড়ে উঠেনি। গবাদি পশু জবাই করার জায়গা থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশে জবাই করায় কোন তদারকি নেই।
চারি পাশ থেকে আসা টেম্পো, রিকশা, অটোরিকশা, সিএনজি, নসিমন, করিমনের পাকিং এর নিদৃষ্ট জায়গা না থাকায় ইচ্ছামাফিক রাস্তার উপর পার্কিং করার কারণে স্টেশন হতে বাজারের শেষ পর্যন্ত সব সময় যানজট লেগেই থাকে। শহরের ব্যস্ততম জায়গা কলেজ মোড়ে এবং বাজার রোডে ফুটপাতে অবৈধ দোকান গড়ে উঠায় যানজট আরো তীব্র আকার ধারন করে।
সবকিছু মিলে চরম ভোগান্তির নাম ঘাটাইল পৌরসভার নূন্যতম তদারকি নেই। পৌরসভা নিরব দর্শকের ভূমিকা পালন করার কারণে কলেজ মোড়ে (চৌরাস্তা) প্রতিনিয়ত গাড়ি দুর্ঘটনায় অনেক লোকের প্রাণ দিতে হয়েছে।(শেখ জায়েদের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
সাংবাদিককে মারধর করে বাথরুমে আটকে রাখলেন মেয়র!
পপুলার২৪নিউজ ডেস্ক :
শহীদুজ্জামান ওরফে শহিদ! টাঙ্গাইলের ঘাটাইলের মেয়র। তার পৌর এলাকার বেহাল দশা নিয়ে নিউজ করায়, পৌরকার্যালয়ের বাথরুমে আটকে রাখলেন নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের টাঙ্গাইলের ঘাটাইল প্রতিনিধি আতিককে।