পপুলার২৪নিউজ,অর্থনৈতিক রিপোর্টার :
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। আগের ধারাবাহিকতায় ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ব্যাংক খাতের কোম্পানিগুলো। সারাদিনের খাতটি মোট লেনদেনের ৫০.৪৮ শতাংশ দখল করেছে। যদিও খাতটির বেশকিছু কোম্পানির দর কমেছে। তবে ব্যাংক বহির্ভূত আর্থিক খাত ও বস্ত্র খাতের কোম্পানিগুলোর চাহিদা বেশি ছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৮০১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১২৪ কোটি ৬৪ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৯২৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৪০, কমেছে ৬৫ এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।
সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৩৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৪১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮১ পয়েন্টে।
ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলোÑ এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, আইএফআইসি, শাহজালাল ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক ও এনসিসি ব্যাংক।
দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ ফু-ওয়াং ফুড, ফু-ওয়াং সিরামিক, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং, তুং হাই নিটিং, রহিম টেক্সটাইল, প্রাইম টেক্স, সি এ্যান্ড এ টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল ও সোনারবাংলা ইন্স্যুরেন্স।
দর হারানো সেরা কোম্পানিগুলো হলোÑ ইমাম বাটন, আমরা নেটওয়ার্ক, আইএসএন, প্রগেসিভ লাইফ, বিচ হ্যাচারি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এমবে ফার্মা, এশিয়ান টাইগার, মাইডাস ফাইন্যান্স ও পূবালী ব্যাংক।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৪, কমেছে ৬১ এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার।
সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ আমরা নেটওয়ার্ক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএফআইসি, ঢাকা ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও আইডিএলসি।