আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই আসামির নাম ইসরাফিল হোসেন (২২)।
শনিবার ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। ইসরাফিল আশুলিয়ার দোসাইদ এলাকার হযরত আলী ভূইয়ার ছেলে।সংঘবদ্ধ ধর্ষণের ওই ঘটনায় অভিযুক্ত চার বখাটের মধ্যে বুধবার গভীর রাতে অপর দুই অভিযুক্ত আসামি নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর হোসেন (৩২) ও পলাশ মাহমুদকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত চতুর্থ আসামি ইসরাফিলের বন্ধু শরিফুল ইসলাম (২৩) এখনো পলাতক।
মামলার বরাত দিয়ে আশুলিয়া থানার এসআই সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে পূর্বপরিচিত ইসরাফিল হোসেন ওই নারী পোশাক শ্রমিককে চারাবাগ এলাকার একটি পরিত্যক্ত গুদামে নিয়ে যায়। সেখানে ইসরাফিল তার বন্ধু শরিফুল ইসলামের কাছে ওই নারী শ্রমিককে বসিয়ে রেখে বাইরে চলে যায়। পরে শরিফুল ও গুদামের দুই নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর ও পলাশ মাহমুদ তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকার শুনে এলাকার লোকজন এসে ধর্ষিতা ওই পোশাককর্মীকে উদ্ধার করে।
গত মঙ্গলবার ঘটনাটি জানাজানি হলে পুলিশ ওই পোশাক শ্রমিককে খুঁজে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
এর আগে ওই নারী শ্রমিক এ ঘটনায় গুদাম ঘরটির নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর হোসেন ও পলাশ মাহমুদ এবং প্রতারক প্রেমিক ইসরাফিল ও তার বন্ধু শরিফুল ইসলামকে আসামি করে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান, আটক জাহাঙ্গীর হোসেন ও পলাশ মাহমুদকে বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের দুজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ওই দুজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। আর গ্রেপ্তার হওয়া ইসরাফিলকেও পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, মামলার অপর আসামি শরিফুল ইসলামকেও ধরতে অভিযান চালানো হচ্ছে।