ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন আরও ১৭০ রান

পপুলার২৪নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।

শনিবার তৃতীয় দিনে আবারও ব্যাট হাতে নামবেন মুমিনুল হক ও তামিম ইকবাল।

বাংলাদেশ তাদের দ্বিতীয় দিন শেষ করে ৩ উইকেটে ১২৭ রান।

প্রথম ইনিংসে ৭ উইকেট হাতে রেখে দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনও ৩৬৯ রানে পিছিয়ে মুশফিকরা।

দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান মুমিনুল হক ২৮ ও তামিম ইকবাল ২২ রানে অপরাজিত।

এদিকে বাংলাদেশকে ফলোঅন এড়াতে আরও ১৭০ রান করতে হবে।

সাধারণত ৫ দিনের টেস্টে প্রথম ইনিংসে প্রতিপক্ষ দলকে কমপক্ষে ২০০ রানের ব্যবধানে এগিয়ে থাকতে হবে।

সেই হিসাব অনুযায়ী বাংলাদেশকে আরও ১৭০ রান করতে হবে। এই ফলোঅন এড়াতে অবশ্যই দলের সিনিয়র ক্রিকেটারদের হাল ধরতে হবে।

সেক্ষেত্রে তামিম ইকবাল, মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদকে বড় ইনিংস উপহার দিতে হবে। তা ছাড়া প্রস্তুতি ম্যাচে দারুণ খেলা সাব্বিরকেও একটি কার্যকর ইনিংস উপহার দিতে হবে।

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা যেভাবে সাবলীল ভঙ্গিমায় ব্যাট করেছেন, ঠিক সেভাবেই খেলতে হবে টাইগারদের। উইকেট বিলিয়ে দিয়ে আসা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধ‘রেস থ্রি’ ছবিতে নেই সিদ্ধার্থ
পরবর্তী নিবন্ধরাত ১২টায় শুরু হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা