দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগারের আজ ঘুম হবে কিনা তা জানা নেই। কেননা জীবনের প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কাছে গিয়ে আউট হয়েছেন তিনি।
ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে অর্থাৎ ১৯৯ রানে এসে অনেকটা স্নায়ুচাপে ভুগেই আউট হলেন এ ওপেনার।
এলগারের উইকেটটা তুলে নিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ১৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংসে এলগার বল খেলেন ৩৮৮টি।
এই প্রতিবেদন লেখ পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেটে ৪৪৯।
এর আগে এলগার ওপেনিং ব্যাটসম্যান মার্ক্রামের সঙ্গে ১৯৬ রানের জুটি গড়েন। মার্ক্রাম ৯৭ রান করে আউট হন। পরে হাসিম আমলার সঙ্গে ২১৫ রানের জুটি গড়েন এলগার। আমলা ১৩৭ রান করে শফিউলের বলে আউট হন।
ভালোভাবেই এগোচ্ছিলেন নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দিকে। কিন্তু নার্ভাস নাইনটি বলে একটা কথা আছে না! সেখানেই পরাস্ত হলেন এলগার।
মোস্তাফিজের বলে মুমিনুলের হাতে ধরা পড়েন তিনি।