ঠিক তখনই উত্তর কোরিয়ার ভয়াবহতার এক চিত্র উঠে এসেছে। কিম জং উনের দেশে বেড়াতে যাওয়ার ভয়াবহ মাসুল দিতে হয়েছে এক বাইশ বছর বয়সী মার্কিন যুবককে।ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওটো ওয়ার্মিয়ার ২০১৬ সালে উত্তর কোরিয়ায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে গ্রেফতার হয়ে যান তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, উত্তর কোরিয়ায় গিয়ে সে দেশের সরকারের বিরুদ্ধে পোষ্টার সাঁটিয়েছেন ওটো। পাশাপাশি সেখানকার মানুষের অনুভূতিকেও আঘাত করেছেন ওই মার্কিন যুবক৷ যে দেশে কিমের নির্দেশ ছাড়া একটা মুরগিও নাকি ডিম পাড়তে ভয় পায় বলে রটনা আছে সেখানে গিয়ে মার্কিন যুবক কী করে কিম বিরোধী পোস্টার দিলেন তাই নিয়ে চর্চা হয়েছিল। এদিকে ধৃত ওটোর বিচার চলে এবং তাঁকে ১৫ বছরের কারাবাসের রায় দেওয়া হয়।
এরপর মার্কিনী প্রচেষ্টাতেই ওটোকে ২০১৭ সালের জুনে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে ততদিনে ওটো শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলেন তিনি। অভিযোগ, তাঁর ওপর যে অত্যাচার করা হয় তার ফলেই ওটোর মৃত্যু হয় কয়েকদিনের মধ্যেই। চিকিৎসকরা MRI রিপোর্ট দেখে জানান, ওটোর মস্তিষ্কে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এর কয়েকদিনের মধ্যেই মারা যায় সে। ওটোকে চিরদিনের জন্য হারিয়েছে তার পরিবার। এই ঘটনাটি উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসনকে আরও একবার বিশ্ববাসীর সামনে দাঁড় করিয়েছে বলে মনে করছেন অনেকে। খবর কলকাতা টুয়েন্টিফোর।