প্রেম, অ্যাফেয়ার, ব্রেক আপ তো চলছেই বলিউডে। কিন্তু বিয়ে ঠিক হয়ে ভেস্তে যাওয়া? এমনটাও হয়েছে কিনা সন্দেহ৷ তবে বলিউড গল্পের ভাণ্ডার৷ মাটি খুঁড়লে কত কীই না বের হয়ে আসবে৷ এই যেমন বলিউডের আনাচে কানাচে এখনো ঘোরাফেরা করে হেমা মালিনী আর জিতেন্দ্রর প্রায় বিয়ে হয়ে যাওয়ার গল্প।
ড্রিমগার্লকে ড্রিমে অনেকে দেখেছে৷ এখনো দেখে অনেকে৷ বলিউডের সেলেব্রিটিরা বাদ যান না৷ যেমন- সঞ্জীব কুমার, ধর্মেন্দ্র বা জীতেন্দ্র৷ ধর্মেন্দ্র তো শেষমেশ হেমা মালিনীকে বিয়ে করেছেন৷ কিন্তু তার আগে লাইন ছিল জীতেন্দ্রর।
ওয়ারিশ, গেহরি চালের মতো হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন জীতেন্দ্র-হেমা জুটি৷ এরপর তারা দুলহন ছবির শুটিং করেন৷ প্রেম শুরু তখন থেকেই৷ শোনা যায়, তখন থেকেই একে অপরের কাছে আসতে থাকেন তাঁরা৷ দুজন দুজনের প্রতি ভালোবাসার কথাও নাকি স্বীকার করেন৷ এরই মধ্যে হেমার দিকে আকৃষ্ট হন সঞ্জীব কুমার৷ জীতেন্দ্রকে তিনি নিজের মনের কথা জানিয়েছিলেন৷ অনুরোধ করেছিলেন তিনি যেন সঞ্জীবের হয়ে হেমা মালিনীকে বলেন৷ কিন্তু কে কাকে বলবেন? তিনি তো নিজেই হেমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
সে যাই হোক, সঞ্জীবের বার্তা হেমা পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন জীতেন্দ্র৷ কিন্তু হেমা সেই প্রস্তাব নাকচ করে দেন৷ তিনি তখন নাকি জীতেন্দ্রর প্রেমে পড়েছিলেন৷ ঘটনায় স্বভাবতই ভেঙে পড়েন সঞ্জীব কাপুর৷ এরপর নাকি গাঁটছড়া বাঁধার জন্য তৈরি হন হেমা ও জীতেন্দ্র৷ দুই পরিবারের মধ্যে কথাবার্তাও হয়ে যায়৷ কোনো পরিবারেরই কোনো আপত্তি ছিল না৷ কিন্তু এর মধ্যেই গল্পে আসে ট্যুইস্ট৷ শোভার সঙ্গে ডেট করতে শুরু করেন জীতেন্দ্র৷ তাই বিয়ের কথাবার্তা মাঝপথেই থেমে যায়৷ ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, শেষ মুহূর্তে বিয়ে করবেন না বলে জানান হেমা মালিনী।
ততদিনে হেমার প্রেমে জড়িয়ে পড়েছিলেন ধর্মেন্দ্র৷ কিন্তু বাধা আসে সেখানেও৷ ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী তাঁকে ডিভোর্স দিতে অস্বীকার করেন৷ হেমার বাবাও এই বিয়ের ঘোরবিরোধী ছিলেন৷ একজন বিবাহিত পুরুষের সঙ্গে তিনি কীভাবে মেয়ের বিয়ে দেন? তার উপর ধর্মেন্দ্রর আবার দুই ছেলে রয়েছে৷ যেহেতু দুজনেই রাজি। অবশেষে বিয়ে হয়ে গেল হেমা-ধর্মেন্দ্রর। সূত্র: ইন্টারনেট