মেডিকেল ভর্তি পরীক্ষায় অসৎপন্থা রোধে ব্যবস্থাগ্রহণ করা হয়েছে:নাসিম

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অসৎপন্থা রোধে সরকার সচেষ্ট আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার সচিবালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত এক সভা শেষে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, অসৎপন্থা রোধে ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। তাই পড়াশোনা করুন। গুজবে কান দেবেন না। দিলে ভুল করবেন।

এ সময় অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘গুজবে কান দিয়ে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না।’

২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে মোট আবেদনকারী ৮২ হাজার ৮৫৬ জন। সরকারি–বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে আসন আছে ৯ হাজার ৩৪৩টি। এর মধ্যে ৩১টি সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ৩ হাজার ৩১৮।

সারা দেশে ২০ কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় রয়েছে ৫টি কেন্দ্র।

পূর্ববর্তী নিবন্ধশেহওয়াগকে বিএমডব্লিউ কার উপহার দিলেন শচীন
পরবর্তী নিবন্ধশ্রীমঙ্গল থেকে সরিষাবাড়ির নিখোঁজ পৌরমেয়র উদ্ধার