চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ: বিশ্বব্যাংক

পপুলার২৪নিউজ ডেস্ক:
চলতি অর্থ বছরে বাংলাদেশের দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ। আর মূল্যস্ফীতি দাঁড়াবে ৬ শতাংশ। এমনই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

বুধবার বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকায় সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এছাড়া প্রতিবেদনটিতে গুণগত কর্মসংস্থান তৈরি বাংলাদেশের জন্য অন্যতম চ্যালেঞ্জ হিসেবে বলেছে বিশ্বব্যাংক।

পাশাপাশি জমি সংকট, বিদ্যুৎ, জ্বালানী ও যোগাযোগ অবকাঠামোর অপ্রতুলতাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি।

রোহিঙ্গা ইস্যু নিয়ে ঢাকায় বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান এ সময় বলেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য একটি বাড়তি ও অন্যতম চাপ। এ জন্য আমরা উদ্বিগ্ন।

তিনি বলেন, তাদের (রোহিঙ্গা) শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন নিশ্চিত করা অন্যতম চ্যালেঞ্জ।

চিমিয়াও ফান বলেন, এই ইস্যুতে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত। সরকার চাইলে সহায়তা দেয়া হবে।

 

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জের কাশিয়ানীতে কুমার নদে ১৪৪ ধারা জারি
পরবর্তী নিবন্ধসাভারে কারখানায় অগ্নিকান্ডে মালিকসহ দগ্ধ ৩