পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলার চাঞ্চল্যকর আবদুল মোমেন আখন্দ হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে কুমিল্লা অতিরিক্তি জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নুর নাহার বেগম শিউলি এ রায় দেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন জেলার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ইদুল্লাহ মিয়া, একই গ্রামের খলিল মিয়ার ছেলে সাইফুল্লাহ, টুক্কু মিয়ার ছেলে শাহাদাত ও খলিল মিয়ার ছেলে এন্ত্মাজ মিয়া।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এড. রেজ্জাকুল ইসলাম জানান, জেলার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের আব্দুল মজিদ আখন্দের ছেলে আবদুল মোমেন খন্দকার সৌদি প্রবাসী ছিলেন। তার বাড়িতে এক নারীর সাথে আসামিদের অনৈতিক সম্পর্ক ছিল। এ বিষয়ে প্রতিবাদ করায় আসামিরা ২০০৫ সালে ১২ জুলাই তাকে শ্বাসরোধে হত্যা করে। পরদিন তার ভাই আব্দুল মালেক বাদী হয়ে মেঘনা থানায় ১৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আজ মঙ্গলবার আদালত এই রায় দেন।
তিনি আরো জানান, বিচারকার্য চলাকালে ইতিমধ্যেই ১৬ জন আসামির মধ্যে ৫ জন মারা যায় এবং ৭ জনকে খালাস দেওয়া হয়।