পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন কাজী সালাউদ্দিন আকবর ও নুরজাহান বেগম

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) নব-নিযুক্ত সদস্য কাজী সালাউদ্দিন আকবর ও নুরজাহান বেগম এনডিসি শপথ নিলেন। সোমবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান  বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ও পিএসসির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নুরজাহান বেগম এনডিসি ও কাজী সালাউদ্দিন আকবর দুইজনই সরকারের অতিরিক্ত সচিব থেকে অবসর গ্রহণ করেন। গত ১৯ সেপ্টেম্বর জনস্বার্থে সরকার তাদেরকে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে পিএসসির সদস্য পদে এই দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে।

কাজী সালাউদ্দিন আকবর ও নুরজাহান বেগমকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়াল ১৪ জনে। সরকারের অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাদিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

 

পূর্ববর্তী নিবন্ধএমন ক্যাচও নেওয়া সম্ভব!
পরবর্তী নিবন্ধশাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০ দফা দাবি