পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমানবাহী রণতরীতে পুকগুকসং ক্ষেপণাস্ত্র হামলার প্রচারণামূলক ছবি ও ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া।
শনিবার প্রশান্ত মহাসাগরীয় গুয়াম দ্বীপের অ্যান্ডারসন বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পরমাণু বোমাবাহী বি-১বি বিমান উত্তর কোরিয়ার পূর্ব উপকূল দিয়ে উড়ে যায়।
এর কয়েক ঘণ্টা পর রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ‘ডিপিআরকে টুডে’ মার্কিন রণতরীতে হামলার প্রতীকী ওই ভিডিও প্রকাশ করে। খবর ইন্ডিপেন্ডেন্ট।
ইয়নহ্যাপ সংবাদ সংস্থা জানায়, জাপানের ওকিনাওয়া থেকে উড়ে আসা মার্কিন যুদ্ধ বিমান এফ-১৫সির সঙ্গে পরমাণু বোমাবাহী বিমান দুটি উড়ে যায়।
যে অসামরিক অঞ্চল উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে তার মাঝ দিয়ে এই প্রথমবার মার্কিন পরমাণুবাহী যুদ্ধ বিমান উড়ে যাওয়ার ঘটনা ঘটল।
প্রচারণামূলক ভিডিও থেকে পাওয়া ছবিতে দেখা যায়, উত্তর কোরিয়ার তৈরি পুকগুকসং-২ ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন বি-১বি ও অত্যাধুনিক এফ-৩৫ বিমানে হামলা চালানো হয়। কম্পিউটারে বানানো এসব ছবিতে মার্কিন বিমান দুটিকে বিধ্বস্ত করে ব্যাপক অগ্নিগোলকের সৃষ্টি হতে দেখা যায়।
ভিডিওতে আরো দেখানো হয়, উত্তর কোরিয়ার একটি সাবমেরিন থেকে ছোড়া পুকগুকসং-২ ক্ষেপণাস্ত্রের আঘাতে পারমাণবিক শক্তিচালিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন বিস্ফোরিত হয়েছে।
যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্ক করে ভিডিওতে লেখা ছিল, ‘যদি মার্কিন হামলার নেতৃত্বেও বি-১বি, এফ-৩৫ ও কার্ল ভিনসন থাকে, তাহলে সেগুলোর পরিণতি এই ধ্বসংগহবরের মতই হবে।’
এ রকম অ্যানিমেশন ভিডিও আগেও বানিয়ে প্রচার করেছে উত্তর কোরিয়া। আগের ভিডিওগুলোতে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস ও একটি সমাধিক্ষেত্রে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্ট ট্রাম্পের মূর্তিতে আক্রমণ করতে দেখানো হয়।
এবার এর সঙ্গে যুক্ত হল রণতরী।
এদিকে পিয়ংইয়ংয়ের বাসিন্দাদের মধ্যে তীব্র মার্কিনবিরোধী মনোভাব বিরাজ করছে। শনিবার সেখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ বড়সড় মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি।
হাজার হাজার মানুষ কিম ইল সুং স্কয়ারে দাঁড়িয়ে দেশটির কর্মকর্তাদের বক্তব্য শুনতে দেখা গেছে। এ সময় বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্রকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেয়ার এবং ছাত্রদের ‘মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক’ বলে স্লোগান দিতে দেখা যায়।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে, এক লাখেরও বেশি মানুষ এ গণবিক্ষোভে অংশ নিয়েছে।
এ সময় লালফৌজের কমান্ডিং অফিসার রি ইল-বেই বলেন, আমরা শয়তানি সাম্রাজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত যুদ্ধের সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। আমরা যুক্তরাষ্ট্রকে পৃথিবী থেকে মুছে দেব।
তিনি আরও বলেন, আমাদের সম্মানিত সর্বোচ্চ নেতা কিম জং উন যখনই নির্দেশ দেবেন তখনই আমরা আগ্রাসী গোষ্ঠীকে পুরোপুরি ধ্বংস করে ফেলব।