পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে বিএনপি।
সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিক এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
তিনি বলেন, আবারও বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। দাম বাড়ানোর প্রস্তাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) যাচাই-বাছাই ইতিমধ্যে শেষ হয়েছে। গণশুনানি শেষে ৯০ কার্যদিবসের মধ্যে বিইআরসি তাদের সিদ্ধান্ত দেবে।
তিনি আরও বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে এর চেইন রিঅ্যাকশনে শিল্প উৎপাদন, শিল্প বহুমুখীকরণ, অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন, মানুষের গৃহস্থালিসহ ব্যবসা-বাণিজ্য ও কৃষিতে ব্যাপক বিরূপ প্রভাব পড়বে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে বহুগুণ। বিদ্যুতের মূল্যবৃদ্ধির এই অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে এ ধরনের উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, মানুষের ভোটাধিকার হরণকারী প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে যে বক্তব্য দিয়েছেন তা শুধু নিজ দেশবাসীর কাছেই নয়, বিশ্ববাসীর কাছেও এটি হাস্যকর ও ধাপ্পাবাজিমূলক বক্তব্য বলে মানুষ গণ্য করেছে।