পাকিস্তান হচ্ছে সন্ত্রাস রপ্তানির কারখানা : সুষমা স্বরাজ

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তানকে একহাত নিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। গতকাল জাতিসংঘে দেওয়া এক ভাষণে তিনি বলেন, এই বিশ্বকে ইসলামাবাদ দিয়েছে ‘সন্ত্রাসী’, যেখানে ভারত উৎকৃষ্টমানের চিকিৎসক আর প্রকৌশলীদের দিয়ে চলেছে।

গতকাল জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানকে আক্রমণ করে সুষমা আরও বলেন, ইসলামবাদ দুনিয়াকে দিয়েছে সন্ত্রাসীগোষ্ঠী আর এর সমান্তরালে ভারত তৈরি করে যাচ্ছে শীর্ষ পর্যায়ের চিকিৎসক ও প্রকৌশলী।
পাকিস্তানকে উদ্দেশ করে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তৈরি করেছি পণ্ডিত, চিকিৎসক আর প্রকৌশলী। আর তোমরা কী তৈরি করেছো? তোমরা বানিয়েছো সন্ত্রাসীদের।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনানিবাসে সন্ত্রাসী হামলায় ১৯ জন সেনাসদস্য নিহত হয়। ওই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কূটনৈতিকভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে উদ্যোগী হন। ওই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে মন্তব্য করেন। ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করেন তিনি, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে।

ওই হামলার ঘটনাকে ভিত্তি করেই গত বছর সুষমা জাতিসংঘের জেনারেল অ্যাসেমব্লিতে বলেন, যেসব জাতি সন্ত্রাসবাদের পরিচর্যা, লালন ও রপ্তানি করে যাচ্ছে তাদের চিহ্নিত করার সময় এসেছে। সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বজুড়ে যে যুদ্ধ শুরু হয়েছে, তারা সেই যুদ্ধে অংশ না নিলে তাদের বিচ্ছিন্ন করে দিতে হবে।

গতকাল স্বরাজ অ্যাসেমব্লিতে উপস্থিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীর কাছ থেকে প্রতিক্রিয়া আশা করেন। পাক প্রধানমন্ত্রী সেখানে ভারতকে কাশ্মীরে ব্যাপক সেনা মোতায়েনের সমালোচনা করেছেন। সেই সঙ্গে কাশ্মীরের ওই নৃশংস হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি করেছেন।

বক্তব্যের পর আব্বাসী জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতিরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গুতিরেসকে ভারতীয় সীমান্তে দেশটির নিরাপত্তাবাহিনীর গুলিতে ৬ জন নিহত এবং আরো ২০ জন আহত হওয়ার বিষয়ে অবহিত করেন আব্বাসী। সূত্র : ডন

 

পূর্ববর্তী নিবন্ধচীনে ভূমিধসে নিহত ৩
পরবর্তী নিবন্ধভারত হলো দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদের জন্মদাত্রী : পাকিস্তান