শাহজালাল বিমানবন্দরে ২৫ লাখ টাকার সোনাসহ আটক ১

 পপুলার২৪নিউজ ডেস্ক:

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ লাখ টাকা মূল্যের প্রায় ৪৪৭ গ্রাম সোনাসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার গভীর রাতে শুল্ক গোয়েন্দার একটি দল শাহজালাল বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইট ইকে-৫৮৬ এর এক যাত্রীর কাছ থেকে ওই সোনা উদ্ধার করে।

আটক যাত্রীর নাম মুহাম্মাদ মহিউদ্দিন। তিনি সোনা গলিয়ে বিশেষভাবে বেল্টের বকলস তৈরি করে  এবং ঘড়ির ভিতরে ডায়ালের অংশে লুকানো অবস্থায়  সোনার বার তিনটি আনেন। আটক মুহাম্মাদ মহিউদ্দিনকে রাতে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।সূত্র আরো জানায়, বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার কাছ থেকে ৩৪৭ গ্রাম সোনা এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মুহাম্মাদ মহিউদ্দিন জানান, তিনি গাড়িচালক।

পূর্ববর্তী নিবন্ধমাকে সঙ্গে নিয়ে দুর্গা পূজায় কাজল-তানিশা
পরবর্তী নিবন্ধমধ্যবাড্ডায় অগ্নিকান্ডে মায়ের মৃত্যু, দুই সন্তান দগ্ধ