আজীবন সম্মাননা পাচ্ছেন খুরশীদ আলম

 পপুলার২৪নিউজ ডেস্ক:

দেশীয় সংগীতাঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রের নাম খুরশীদ আলম। চার শতাধিক চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন তিনি।

এখনো নিয়মিত গান গাইছেন বরেণ্য এই সংগীতশিল্পী। সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য গুণী এই সংগীতব্যক্তিত্ব আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন।আগামী ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস পাওয়ারড আই সেভেন আপ’ এর ১২তম আসরে খুরশীদ আলমের হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইজাজ খান স্বপন। তিনিই অনুষ্ঠানে পরিকল্পনা ও পরিচালনা করছেন।

ইজাজ খান স্বপন জানান আগামী ৬ অক্টোবর অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি বেলা ২টার সংবাদের পর চ্যানেল আইতে প্রচার হবে।

প্রসঙ্গত, এই গুণী কণ্ঠশিল্পীর জন্ম ও বেড়ে ওঠা পুরানা ঢাকায়। আলাউদ্দীন রোডে হাজীর বিরিয়ানির পাশেই ছিল বাসা। জন্ম ১৯৪৬ সালে।

তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় খুরশীদ আলম। তার বাবা এ এফ তসলিমউদ্দিন এবং চাচা ডা. আবু হায়দার সাজেদুর রহমান। তিনি ‘লালুভুলু’ ছবির সাতটি গানে কণ্ঠ দিয়েছেন। সেই ছবিটিকে চারটি ভাষায় রূপান্তর করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধকাছের মানুষটি সরে যাচ্ছে দূরে?
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা শিশু দত্তক নিতে চান অভিনেত্রী মিষ্টি জান্নাত