পপুলার২৪নিউজ ডেস্ক:
ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
আজ শনিবার দেশটির প্রেস টিভি এ খবর জানায়। খবর সিনহুয়ার।প্রেস টিভির ভিডিও ফুটেজে ইরানকে তাদের নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র খরামশহরের সফল পরীক্ষা চালাতে দেখা যায়। গতকাল শুক্রবার রাজধানী তেহরানে সামরিক কুচকাওয়াজ উদ্বোধনের কয়েক ঘণ্টা পর এ পরীক্ষা চালানো হয়।
সিনহুয়ার খবরে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্রটি শুক্রবার রাতে উৎক্ষেপণ করা হয়। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।