ট্রাম্প-কিমের এই বাগ‌যুদ্ধ কিন্ডারগার্টেন ফাইট :সার্গেই লাভরভ

পপুলার২৪নিউজ ডেস্ক:
বাগযুদ্ধ চলছেই। কখনও ট্রাম্প কিমকে ‘রকেট ম্যান’ বলে কটাক্ষ করছেন।

হুঁশিয়ারি দিচ্ছেন দেখে নেওয়ার। কিমও পাল্টা আক্রমণ থামাচ্ছেন না। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, পরমাণু বোমা পরীক্ষা- এসব করে আমেরিকাকে চমকানোর চেষ্টা করছেন। এমনকী ট্রাম্পকে ‘মানসিক ভাবে অসুস্থ’ ব্যক্তি বলে কী ভাবে তাঁকে বশে আনবেন সেই বার্তাও দিয়েছেন সম্প্রতি। ট্রাম্প-কিমের এই বাগ‌যুদ্ধ পর্বকে ‘কিন্ডারগার্টেন ফাইট’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ।
বিদেশমন্ত্রী লাভরভ কিম ও ট্রাম্পকে ‘হট হেডস’ বলেও আখ্যা দেন। তিনি বলেন, “এই মুহূর্তে যা পরিস্থিতি, আমাদের উচিত দুই হট হেডসকে এখনই থামানো। একটু বিরতি নেওয়া প্রয়োজন। ”

জাতিসংঘের সাধারণ সভার মঞ্চে দাঁড়িয়ে উত্তর কোরিয়াকে নিয়ে আন্তর্জাতিক মহলে যে সঙ্কট তৈরি হয়েছে তার প্রেক্ষিতেই এমন মন্তব্য করেছেন লাভরভ।

তিনি আরও জানান, আবেগকে এড়িয়ে যুক্তি দিয়েই সব দেশের সঙ্গে কাজ করতে চাইছে রাশিয়া, কিন্ডারগার্টেন ফাইট করে নয়। এদিকে এ কথা বলে তিনি পরোক্ষে ট্রাম্পকে কটাক্ষ করলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি যে আন্তর্জাতিক সঙ্কট তৈরি হয়েছে, সেখানে তৃতীয় বিশ্বের কোনও রাষ্ট্রের মধ্যস্থতাকে মস্কো স্বাগত জানাতে প্রস্তুত বলেও জানান লাভরভ। কিন্তু আমেরিকা তাদের সেই প্রস্তাবকে খারিজ করে দিয়ে জানিয়েছে, এটা ‘অপমানজনক’।

নাম উল্লেখ না করে আমেরিকার উদ্দেশে লাভরভ বলেন, সঙ্কটময় মুহূর্তে শান্তি ফিরিয়ে আনতে যে সব দেশ আলোচনার পথে হাঁটতে চাইছে না, তারা কার্যত নিরাপত্তা পরিষদের নিয়মকেই অগ্রাহ্য করছেন।
সূত্র: আনন্দবাজার

 

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড
পরবর্তী নিবন্ধমৌলভীবাজারে বসতঘরে মেছোবাঘ