রূপালী ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন মোরশেদ আলম খন্দকার

পপুলার২৪নিউজ, এসকে কাউছার :
মো: মোরশেদ আলম খন্দকার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসাবে পদোন্নতি পেয়ে রূপালী ব্যাংক লিমিটেডে যোগ দিয়েছেন। তিনি সোনালী ব্যাংকে ১৯৮৪ সালে সিনিয়র অফিসার হিসাবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ইতোপূর্বে তিনি সফলতার সহিত বিভিন্ন শাখা, অঞ্চল প্রধান, বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি সর্বশেষ মহাব্যবস্থাপক হিসেবে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার্স অফিস, ঢাকা-১ এ দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কর্মকান্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে ¯তক(সম্মান) ওতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমন ও ব্যাংকিং সেমিনারে অংশগ্রহন করেন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা অনুপ্রবেশ : ইন্দো-বাংলা সীমান্ত বন্ধ
পরবর্তী নিবন্ধডিএসইর লেনদেন হাজার কোটি টাকার নিচে