রাজধানীতে গ্যাসের পাইপ বিস্ফোরণে দগ্ধ ৩

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর ফকিরাপুল গরম পানির গলিতে একটি প্রেস কারখানায় গ্যাস পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিকসহ ৩ জন দগ্ধ হয়েছে। বুধবার রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধকৃতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, কারখানা মালিক সুজন সিকদার (২৪), কর্মচারী মুক্তার হোসেন (১৮) ও তাহমীন (১৩)।
দগ্ধ হওয়া সুজনের ভাই সোহেল রানা জানান, ফকিরাপুল গরম পানির গলির ২৪৫/এ নম্বর ৬ তলা ভবনের নিচ তালায় ভাই ভাই বান্ডিলখানা নামে একটি প্রেস কারখানা আছে তার ভাই সুজনের। রাতে কাজ শেষে ওই দুই কর্মচারীকে নিয়ে কারখানার ভেতরেই ঘুমান সুজন। পরে রাত ৩টার দিকে একটি বিস্ফোরণে কারখানার ভেতরে আগুন জ্বলে উঠে। এতে তারা ৩ জনেই দগ্ধ হন।

সোহেল আরো জানান, আমাদের ধারণা, গ্যাস পাইপ লিকেজ থেকেই এই বিস্ফোরণে ঘটনা ঘটেছে। ওই কারখানায় এর আগেও একই ঘটনা ঘটেছিলো। ঢামেক হাসপাতালেরর বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সুজনের শরীরে ২০ শতাংশ, মুক্তারের ১৫, ও তাহমীনের ১৩ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদেরকে বার্ণ ইউনিটে ভর্তি রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৫ হাজার রোহিঙ্গা নিবন্ধিত : মায়া
পরবর্তী নিবন্ধট্রাম্পের ভাষণ ‘কুকুরের ঘেউ ঘেউ’:কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী