পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর

পপুলার২৪নিউজ ডেস্ক:
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করেছে বাংলাদেশ। নিউইয়র্কে বুধবার সকালে বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

নিউইয়র্কে জাতিসংঘের ৭২তম অধিবেশনের সাইডলাইনে এই চুক্তি সই হয়। কয়েক মাস আলোচনার পর চলতি বছরের জুলাইয়ে জাতিসংঘের প্রায় দুই-তৃতীয়াংশ দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে রাজি হয়। তবে এ চুক্তি বয়কট করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সসহ অন্যান্য দেশ।
পারমাণবিক যুদ্ধ এড়াতে ৭ দশকের প্রচেষ্টার পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে বৈশ্বিক ওই চুক্তিতে একমত হয় জাতিসংঘের ১৯২টি সদস্যদেশের দুই-তৃতীয়াংশ দেশ। চুক্তিটির পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হয়। এতে চুক্তির পক্ষে পড়ে ১২২ ভোট। একটি ভোট পড়ে বিপক্ষে। আর সিঙ্গাপুর ভোটদানে বিরত ছিল। ভোটে অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্বের ৯টি পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দেশের কোনোটিই ছিল না।

 

পূর্ববর্তী নিবন্ধপ্রিয়াঙ্কার অনুপ্রেরণা মালালা
পরবর্তী নিবন্ধভানুয়াতু উপকূলে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প