মিয়ানমারের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করল যুক্তরাজ্য

পপুলার২৪নিউজ ডেস্ক:
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের কারণে দেশটির সঙ্গে সামরিক চুক্তিসহ সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য।
যতদিন পর্যন্ত রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না হবে ততদিন সব ধরনের যৌথ সামরিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। খবর আনাদলু এজেন্সির।
বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেয়ার সময় থেরেসা মে এসব কথা বলেন।
থেরেসা মে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যা হচ্ছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন। রোহিঙ্গাদের ওপর সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে।
‘যুক্তরাজ্যের সরকার আজ পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছে, মিয়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়াসহ সব কার্যক্রম বন্ধ থাকবে, যতদিন না তারা রোহিঙ্গা নির্যাতন বন্ধ করবে।’
গত বছর মিয়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ৪ লাখ ১২ হাজার ডলার ব্যয় করে যুক্তরাজ্য।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারে সামরিক বাহিনীর হাতে বর্বর নির্যাতন আর গণহত্যার মুখে প্রাণভয়ে পালিয়ে এ পর্যন্ত প্রায় ৪ লাখ ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
পূর্ববর্তী নিবন্ধদেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত
পরবর্তী নিবন্ধধর্ম পরিবর্তনের পর এই তারকারা নিজেদের যে নাম রেখেছেন