সিরাজগঞ্জ শহরের মীরপুরে সরকারি ভিজিডির ৭০ টন চালসহ এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব। বুধবার সকালে র্যাব ১২র একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আব্দুর রাজ্জাক বেলকুচি উপজেলার নিশি বয়ড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
র্যাব ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চোরাকারবারি আব্দুল রাজ্জাক অসাধু জনপ্রতিনিধিদের কাছ থেকে ভিজিডিসহ সরকারি ত্রাণের চাল ও গম চোরাইভাবে ক্রয় করে তা বিক্রির সাথে জড়িত। আজ বুধবার সকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শহরের সড়ক ও জনপথ বিভাগের পাশে আব্দুর রাজ্জাক ট্রেডার্স এর গোডাউনে র্যাব ১২ সিরাজগঞ্জের একটি টিম অভিযান চালায়। তখন খাদ্য অধিদপ্তরের লেখা সংবলিত ৩০ কেজির বস্তা ৭০ টন সরকারি চালসহ আব্দুর রাজ্জাককে হাতেনাতে আটক করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
র্যাব আরো জানায়, এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও আকন্দ মো. ফয়সাল উপস্থিত ছিলেন।