পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে হত্যা-নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের ত্রাণ বিতরণে প্রধান ভূমিকা পালন করবে সেনাবাহিনী।
শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ এবং তাদের আশ্রয় কেন্দ্র নির্মাণ করার জন্য বুধবার সেনাবাহিনীকে আদেশ দেয়া হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।
তিনি জানান, রাখাইন থেকে পালিয়ে আসা চার লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা কক্সবাজার সীমান্তের কাছে যেসব এলাকায় আশ্রয় নিয়েছে, সেখানে অবিলম্বে সেনা মোতায়েন করা হবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, সেনাসদস্যরা প্রধানত ত্রাণ বিতরণ এবং শরণার্থীদের পুনর্বাসনের কাজ করবে বলে জানান সেতুমন্ত্রী।
তিনি বলেন, ওই এলাকায় সেনা মোতায়েনের প্রয়োজন হয়েছে মূলত শরণার্থীদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ ও সুপেয় খাবার পানি নিশ্চিত করার জন্য। এ কাজ খুব কঠিন বলে মন্তব্য করেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনীর কাছে এ নির্দেশ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে সেনাবাহিনী বিদেশি ত্রাণসামগ্রী চট্টগ্রাম বিমানবন্দর থেকে কক্সবাজার পৌঁছে দেয়ার কাজে নিয়োজিত ছিল।
মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ হওয়ায় রোহিঙ্গাদের দুর্দশা তীব্রতর হয়েছে। তাদের মধ্যে হাজার হাজার মানুষ পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়ায় তারা ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।
বাংলাদেশি কর্তৃপক্ষ এরই মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১২টি ত্রাণ বিতরণ কেন্দ্র এবং আটটি জরুরি রন্ধনশালা তৈরি করেছে।