নিউজিল্যান্ডে ৬.১ মাত্রার ভূমিকম্প

পপুলার২৪নিউজ ডেস্ক:
মেক্সিকো সিটির পর ফের কেঁপে উঠল ভূমিকম্প। ঘটনাস্থল এবার নিউজিল্যান্ড।

ভূমিকম্প গবেষক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় আজ বুধবার বিকেল পৌনে ৩টায় দেশের দক্ষিণ পশ্চিম প্রান্তের ইনভার কারগিল এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.১। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ১২ কিমি গভীরে।

এই ভূমিকম্পের ফলে বাল্কলুথা, গোর, ইনভারকারগিল, লাম্বসডেন, রক্সবার্গ, তে আনাউ এবং টটপেরের মতো এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেবিদ্বারে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধসমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা,মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা