পপুলার২৪নিউজ ডেস্ক:
স্টিভেন স্মিথের জন্য অধিনায়কত্ব কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক দলপতি মাইকেল ক্লার্ক। তিনি বলেন, ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন স্মিথ। এখন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে তাকে। তাই অধিনায়কত্ব স্মিথের জন্য চ্যালেঞ্জিং।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করে স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। সেই ড্রর স্বাদ নিয়ে ভারতের মাটিতে ওয়ানডে খেলছে অসিরা। ইতোমধ্যে প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ২৬ রানে হেরেছে অস্ট্রেলিয়া। তবে সিরিজের অবশিষ্ট ম্যাচগুলোতেও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অসিদের। সেই সাথে স্মিথকেও।
এমনটা মনে করেন ক্লার্ক, দীর্ঘদিন ধরে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স করে আসছে। দলের প্রধান ব্যাটিং ভরসাও বটে।
তবে এখন চ্যালেঞ্জিং তার অধিনায়কত্ব। অধিনায়ক হিসেবে সফল হতে হবে তাকে। অধিনায়ক হিসেবেও স্মিথের ভালো করার প্রবল সম্ভবনা দেখছেন ক্লার্ক। তিনি বলেন, আমি মনে করি, স্মিথ খুব শিগগিরই সফল হবেন। তবে চলমান ভারত সিরিজে অগ্নি পরীক্ষাই দিতে হবে তাকে।