সিআরপি পরিদর্শনে ব্রিটিশ এমপি রুশনারা

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির এমপি রুশনারা আলী এমপি ঢাকার অদূরে আশুলিয়ায় সিআরপির গণকবাড়ি সেন্টার পরিদর্শন করেছেন। বাংলাদেশ ভ্রমণের অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে মার্কস অ্যান্ড স্টার্ট প্রোজেক্টের ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে রুশনারার সঙ্গে  ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেক। সিআরপির এ প্রশিক্ষণ কেন্দ্রে তাদের স্বাগত জানান সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম।

সিআরপির এ প্রশিক্ষণ সেন্টারে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা পোশাক কারখানায় কাজ করার জন্য কম্পিউটারসহ বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে থাকে। আবাসিক সুবিধাসহ বিনামূল্যে এ প্রশিক্ষণ নিয়ে থাকেন তারা।

বিশেষ চাহিদাসম্পন্ন এসব ব্যক্তিদের উদ্দেশ্যে রুশনারা আলী বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা প্রশিক্ষণ নিয়ে তাদের দক্ষতা ও যোগ্যতা কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছেন। ” তিনি মার্কস অ্যান্ড স্পেন্সারের সহযোগিতায় মিয়ানমার থেকে আগত শরণার্থী শিবিরে একটি ক্যাম্প স্থাপনের জন্য সিআরপিকে উৎসাহ দেন। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধীদের মেধা কাজে লাগিয়ে দক্ষ জনবল হিসেবে তৈরি করার জন্য সাধুবাদ জানান। এ ধরনের পিছিয়েপড়া মানুষদের উৎসাহ জোগাতে এগিয়ে আসা বিভিন্ন তৈরি পোশাক কারখানার প্রশংসা করেন ও অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “সিআরপি একটি সেবামূলক সংস্থা।

তাই বরাবরের মতো ব্রিটিশ সরকার সিআরপির পাশে থাকবে। “সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির কথা উল্লেখ করে তিনি বলেন, “রানা প্লাজার ওই ঘটনায় বেঁচে যাওয়া এক শ্রমিকের সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি মনে করেন, ওটা কোনও দুর্ঘটনা ছিল না। ওটাকে প্রতিরোধ করা সম্ভব ছিল। রানা প্লাজা ধসের পর শ্রমিকদের জন্য বিভিন্ন তৈরি পোশাক কারখানার পরিবেশ উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক মার্কস অ্যান্ড স্টার্ট প্রোজেক্টের সহায়তায় পরিচালিত ট্রেনিংয়ের প্রশংসা করে বলেন, “আমি ইতিপূর্বে সিআরপি পরিদর্শন করেছি। আমি তাদের কার্যক্রম দেখে অনেক খুশি। আমাদের যুক্তরাজ্য সিআরপিকে সহায়তা করছে। ”

এর আগে এ প্রশিক্ষণ কেন্দ্র থেকে হাতে-কলমে কার্যকর প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন কারখানায় কর্মরত ফাতেমা বেগম ও রেজাউল ইসলাম রেজা তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে কর্মস্থলে যোগদান করা পর্যন্ত তাদের জীবনের সাফল্য ও অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। এ ছাড়া সিআরপির মাউথ পেইন্টার আলামিন শুভেচ্ছা স্মারক হিসেবে রুশনারা আলীকে তার আঁকা একটি ছবি উপহার দেন। পরে রুশনারা আলী ও হাইকমিশনার সিআরপিতে দুটি পাহাড়ি কাঞ্চন ফুলের গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মার্কস অ্যান্ড স্পেন্সারের কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক, ইন্টারসফ্ট অ্যাপারেন্সের পরিচালক নাইমুল বাশার চৌধুরীসহ বিভিন্ন তৈরি পোশাক কারখানার কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধকেন্দ্রীয় ১৪ দলের সভা বৃহস্পতিবার
পরবর্তী নিবন্ধ‘মধ্যরাতে আমাকে ঘিরে ধরে মাতালেরা, এরপর শুরু করে…’