মুসা বিন শমসের ওপর আসছে দেশত্যাগের নিষেধাজ্ঞা

পপুলার২৪নিউজ ডেস্ক :

অর্থপাচার মামলায় ধনকুবের, বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের ওরফে প্রিন্স মুসার ওপর দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি হচ্ছে।

অর্থপাচারের অভিযোগে গত ৩১ জুলাই তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুল্ক গেয়েন্দা ও তদন্ত অধিদফতর।

এই মামলা থেকে বাঁচতেই প্রিন্স মুসা দেশে ছেড়ে পালিয়ে যেতে পারেন এমন ধারণা থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞা চান শুল্ক গোয়েন্দারা।

পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি বরাবর ১৯ সেপ্টেম্বর শুল্ক গোয়েন্দার পাঠানো এক চিঠিতে বলা হয়, গুলশান থানায় মুসার বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তের স্বার্থে মুসা বিন শমসেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। তিনি যাতে কোনোভাবেই দেশের বাইরে যেতে না পারেন -এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য পুলিশের বিশেষ শাখাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা বলেন, দুই-একদিনের মধ্যেই প্রিন্স মুসার ওপর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হবে।   -যুগান্তর

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জের দোয়ারাবাজার ও জগন্নাথপুরে গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য ৩ গ্রাম
পরবর্তী নিবন্ধকলকাতায় আইফোন হারালেন এইচ টি ইমাম