সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জগন্নাথপুরে গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য ৩ গ্রাম

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

দোয়ারাবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে বিএনপি নেতাসহ দু’জন নিহত হওয়ার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দোহালিয়া ইউনিয়নের গোরশপুর ও বেরীগাঁওয়ের পরিবেশ নীরব-নিস্তব্ধ। হামলা ও সংঘর্ষে জড়িত পুরুষ সদস্যরা অনেকেই এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছে। দুটি গ্রামের বেশিরভাগ বাড়িঘরের পুরুষ এখন গ্রেফতার আতঙ্কে রয়েছে। দোয়ারাবাজার থানা পুলিশ এরই মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে উভয় পক্ষের ১৬ জনকে আটক করে। এর মধ্যে ১০ জনকে রোববার দুপুরে সুনামগঞ্জ কারাগারে পাঠিয়েছে। অন্য আহত ৬ জনকে পুলিশি পাহারায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষে নিহত গোরশপুর গ্রামের স্থানীয় বিএনপি নেতা মো. শেরুজ্জামান ও বেরী গ্রামের অপর নিহত মো. এবাদুল হকের ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার পর লাশ দাফন সম্পন্ন হয়। উভয়পক্ষই পাল্কল্টাপাল্কিল্ট হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গত শনিবার সকালে দোয়ারাবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোরশপুর গ্রামের স্থানীয় বিএনপি নেতা মো. শেরুজ্জামান ও বেরীগাঁওয়ের মাসুক মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে এক পক্ষে গোরশপুর গ্রামের স্থানীয় বিএনপি নেতা মো. শেরুজ্জামান এবং অপর পক্ষে বেরী গ্রামের মো. এবাদুল হক নিহত হন।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক জানান, সংঘর্ষের ঘটনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জগম্নাথপুরের শ্রীধরপাশা গ্রামে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রামটি এখন পুরুষশূন্য হয়ে পড়েছে।
শনিবার স্থানীয় মাদ্রাসার জমির নিলামকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩৭ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পুলিশ সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ১০ জনকে আটক করেছে। জগম্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী রোববার সন্ধ্যায় জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় ফয়সল আহমদ বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
দেখা গেছে, এ ঘটনায় মামলার পর থেকে গ্রামের চারদিকে নীরব-নিস্তব্ধ। নেই অন্য দিনের মতো মানুষের কোলাহল। সংঘর্ষের পর থেকে গ্রামের বাসিন্দারা আতঙ্কে বসতভিটা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গ্রেফতারের ভয়ে দিনের বেলায় হাতেগোনা কয়েকজন থাকলেও রাতে সে সংখ্যা শূন্যের কোটায় নেমে আসে বলে গ্রামের কয়েকজন জানিয়েছেন। বর্তমানে গ্রামের বেশিরভাগ বাড়িতে নারী ও শিশুরাই শুধু অবস্থান করছেন। তাদের চোখে-মুখেও রয়েছে আতঙ্কের ছাপ। এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। স্থানীয় কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাসিম জানান, শনিবার সংঘটিত দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশি ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে লোকজন।
কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামবাসীর সঙ্গে বিএনপি নেতা জাবেদ আলম কোরেশীর গোষ্ঠীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলাও রয়েছে। গ্রামবাসীর পক্ষে নেতৃত্বে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল মালিক ও ফয়সল আহমদ। শনিবার ওই গ্রামের মাদ্রাসার জমি নিলামকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন আঘ্নেয়াস্ত্রসহ দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হলে ৩৭ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

পূর্ববর্তী নিবন্ধধর্মপাশায় হাজিরা খাতায় ২ শিক্ষকের অগ্রিম স্বাক্ষর
পরবর্তী নিবন্ধমুসা বিন শমসের ওপর আসছে দেশত্যাগের নিষেধাজ্ঞা