পপুলার২৪নিউজ ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, জাতিসংঘকে কাঠামোগত সংস্কার করতে হবে। যদি তা করতে পারা যায় তবে বিশ্বশান্তিতে এ সংস্থাটি কার্যত ভূমিকা রাখতে পারবে।
সোমবার নিউইয়র্ক সিটিতে এরদোগান এ মন্তব্য করেন। খবর আনাদলু এজেন্সির।
এরদোগান বলেন, বিভিন্ন ত্রুটি থাকার পরও জাতিসংঘ বিশ্বের শেষ আশ্রয়স্থল, যেখানে বিভিন্ন বক্তব্য উত্থাপন করা যায়, বিভিন্ন সমস্যার সমাধানও বের করা হয়। কিন্তু একথা সত্য যে, যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল তখনকার বিশ্বব্যবস্থা আর বর্তমান বিশ্ব ব্যবস্থা একরকম নয়। তাই বিশ্বশান্তি নিশ্চিত করতে এ সংস্থাটি সংস্কার জরুরি হয়ে পড়েছে।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যভুক্ত কোনো রাষ্ট্র যদি অন্যায় করে তখন বিশ্বশান্তির জন্য তাহলে তার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া যায় না ইঙ্গিত করেন এরদোগান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ৫টি রাষ্ট্র স্থায়ী হয়। স্থায়ী সদস্যের যে কোন একটি যদি কোনো সিদ্ধান্তে ভেটো দেয় তখন যেকোনো সিদ্ধান্ত (রেজ্যুলেশন) বাতিল হয়ে যায়।
জাতিসংঘের সংস্কার এখন বৈশ্বিক পরিবর্তনের দিকে সামঞ্জস্য করে করা উচিত উল্লেখ করে এরদোগান বলেন, আজকে জাতিসংঘ সংস্কার একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা।