পপুলার২৪নিউজ ডেস্ক:
ধানমন্ডি লেকে জুনায়েদ নামের এক তরুণ তার বন্ধু নুরুল্লাহকে মারধর করে। সেই মারধরের দৃশ্য ধারণ করে ছেড়ে দেয়া হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়াটি বেশ ভাইরাল হয়। জুনায়েদকে পুলিশ গ্রেপ্তারও করে। এরপর অবশ্য জুনায়েদ ভালো হয়ে যায় বলে জানা যায়। বিভিন্ন সামাজিক কর্মকাণদে জুনায়েদকে পাওয়া যায়।
সম্প্রতি ওই ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘আমি জুনায়েদ’। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ।
জানা গেছে, জুনায়েদ চরিত্রটি পুরান ঢাকার একটি ছেলের চরিত্র। জুনায়েদ সহজ-সরল পুরান ঢাকার একটি ছেলে। জুয়ানেয়দ সাদিয়াকে মন থেকে অনেক ভালোবাসে সে।
কিন্তু সাদিয়া তার মনের কথা সরাসরি জুনায়েদকে বলে না। এদিকে নুরুল্লাহকে সন্দেহ করে জুনায়েদ সম্পর্কে সাদিয়াকে কুপরামর্শ দেওয়ার। এভাবেই নাটকের কাহিনি এগিয়ে যাবে।নাটকে জুনায়েদ চরিত্রে অভিনয় করেছেন ইমন। তাঁর প্রেমিকা সাদিয়া চরিত্রে টয়া ও নুরুল্লাহ চরিত্রে অভিনয় করেছেন জোভান।